সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ডাকসু ভিপিসহ সাধারণ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।
শওকত আজিজ বলেন, নুরের ওপর আঘাত করা মানে দেশের গণতন্ত্রের ওপর আঘাত করা, দেশের ওপরে আঘাত করা।
তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের মঞ্চের আইডেন্টিটি চাই। কারা এ মঞ্চে নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করছে। এদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ফেসবুকে প্রচার করলে চলবে না, আমাদের রাজপথে নামতে হবে। এ আঘাতের বিচার রাজপথেই করতে হবে। এসময় নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান নাহিদ ও একেএম রফিকুল ইসলাম রিপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এসএমএকে/ওএইচ/