সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার বড়পাড়া এলাকার নয়টি অবৈধ স্থপনা উচ্ছেদের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনে দেওয়া তথ্যনুযায়ী সুনামগঞ্জের প্রাথমিক তালিকায় ২৪৮টি নদী ও খাল তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে জানা যায়।
এদিকে প্রথমদিন সুনামগঞ্জ সদর উপজেলার নয়টি অবৈধ স্থাপনার মধ্যে দুইটি নদী তীরবর্তী বসতঘর হওয়ায় তাদের কয়েকদিনের সময় দিয়েছেন জেলা প্রশাসন।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ, মোকলেছুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এনটি