ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজৈরে মাহিন্দ্রা খাদে পড়ে ২ যাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
রাজৈরে মাহিন্দ্রা খাদে পড়ে ২ যাত্রীর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কদমবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- বিশ্বজিৎ মজুমদার ও অনুপ বিশ্বাস (৩৫)।

জানা যায়, টেকেরহাট থেকে রাজৈর উপজেলার কদমবাড়ি যাওয়ার সময় একটি মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই বিশ্বজিৎ মজুমদার মারা যান। গুরুতর আহত অবস্থায় অনুপকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনিও মারা যান। এ দুর্ঘটনায় মৃত বিশ্বজিৎ মজুমদারের মেয়ে দোলা মজুমদারকে (০৪) গুরুতর আহতাবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।