ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
কিশোরগঞ্জে নরসুন্দা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নরসুন্দা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযান নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা শহরের গৌরাঙ্গ বাজার সেতু সংলগ্ন অংশে অসংখ্য অবৈধ স্থাপনা ও দোকান তুলে সেখানে দীর্ঘদিন ধরে দখলকারীরা ব্যবসা করছিল। জায়গাটির পাশেই পৌর শিশুপার্ক অবস্থিত। শিশুপার্কের মূল ফটকের সামনে নরসুন্দা নদীর পাড়ে এসব অবৈধ দোকান ও স্থাপনার কারণে শিশুপার্কটি চালু করা যাচ্ছিল না। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে শুরুতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও জেলা সদরের মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ বাজারের সেতু সংলগ্ন অবৈধ দোকান এবং মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী এলাকার কিছু সংখ্যক অবৈধ স্থাপনাসহ তালিকাভুক্ত ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সুত্রধর, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী, সদর উপজেলা সহকারী কমিশনার রাবেয়া আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।