ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা কারাগারে জেএমবি নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
সাতক্ষীরা কারাগারে জেএমবি নেতার মৃত্যু

সাতক্ষীরা: ২০০৫ সালের ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার আসামি জেএমবির শীর্ষ নেতা নাসিরউদ্দিন দফাদার (৫৭) সাতক্ষীরা কারাগারে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নাসিরউদ্দিন হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরউদ্দিন দফাদার সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুর চরের বাসিন্দা।

তিনি ২০০৫ সালের ১৭ আগস্ট সাতক্ষীরায় সিরিজ বোমা হামলাকারীদের একজন। ওই দিনই তিনি নিজ বাড়ি থেকে গ্রেফতার হন। এরপর থেকে তিনি আটক ছিলেন।  

সাতক্ষীরা জেল সুপার আবু তাহের বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।