বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল হক বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তৌকিরপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিরাজুল হক। পথে বিড়ালদহ মাজার এলাকায় একটি মালবাহী ট্রাককে ডান দিক দিয়ে ওভারটেক করতে গেলে ট্রাকটিও ডানে মোড় নেয়। এসময় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে ও সিরাজুল মহাসড়কে পড়ে যান। মুহূর্তের মধ্যে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে চাইলে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করলেও চালক পালিয়েছে। ওই কলেজ শিক্ষকের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এসআই আরও জানান, এ ব্যাপারে নিহতের পরিবারকে জানানো হয়েছে। তারা এলে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ নিয়ে পুঠিয়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এসএস/এইচজে