শীতল হাওয়ার সঙ্গে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত থেকে শুরু হওয়া এ বৃষ্টির কারণে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে শীতের প্রকোপ কিছুটা বেড়েছে।
খানাখন্দে পানি জমে নগরের রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়েছে।
আরও ২/১ দিন এ আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে বরিশালের আবহাওয়া অফিস। বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ১০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি শুক্রবার সকালে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. প্রনব কুমার বলেন, শুক্রবার দিনভরই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমএস/এফএম