পুড়ে যাওয়া বস্তিটি পরিদর্শনে গিয়ে শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে সিটি করপোরেশনের পক্ষে এ ঘোষণা দেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
আতিক বলেন, ক্ষতিগ্রস্থ সব পরিবারকে সিটি করপোরেশনের পক্ষ থেকে পাঁচ হাজার করে টাকা এবং দুইটি করে কম্বল দেওয়া হবে।
অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়েও ডিএনসিসি সাহায্য করবে বলে জানান আতিক। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে লোক এসেছেন এখানে। জেলা প্রশাসন থেকে এসেছেন। তারাও তাদের মতো করে সাহায্য করবেন। আমরা আমাদের পক্ষ থেকে সমন্বয় করে সব ধরনের সাহায্য করবো। আমি এরইমধ্যে জেনেছি, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রতি পরিবারকে অর্থ সাহায্য দেওয়া হবে। আর জেলা প্রশাসন থেকে আজ রাতেই ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও টিন বিতরণ করা হবে।
সবসময় নগরবাসীর পাশে আছেন দাবি করে আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মনোনয়ন প্রত্যাশী আতিক বলেন, বিগত ৯ মাস আমি সবসময় আপনাদের পাশে ছিলাম। সুখে-দুঃখে এখনও আছি। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল। গতকাল রাত থেকেই আমি সর্বশেষ আপডেট রাখছিলাম। এখানকার কাউন্সিলর নান্নু মিয়া এবং আনিক আমাকে আপডেট রেখেছেন। মনোনয়ন ফরম জমা দিয়েই সোজা আমি এখানে চলে এসেছি।
মেয়র আতিকের বস্তি পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, ডিএনসিসির অঞ্চল-৪ এর আনিক এস এম শফিউল আজমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসএইচএস/জেডএস