ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিভেদ ভুলে দেশের উন্নয়ন কাজে সহযোগিতা করুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
বিভেদ ভুলে দেশের উন্নয়ন কাজে সহযোগিতা করুন

সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপিসহ কয়েকটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও দেশে সার্বিক উন্নয়নে কোনো কাজ করেনি। দেশের দৃশ্যমান উন্নয়নের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের নলুয়ার হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, সারাদেশে গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছেন আওয়ামী লীগ সরকার।

আমাদের সরকার গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের প্রতি অনুরোধ মন থেকে হিংসা বিভেদ ভুলে যারা দেশের উন্নয়নে কাজ করে আপনারা এ সরকারকে সহযোগিতা করুন, তাহলে দেশের উন্নয়ন হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, যারা পাকিস্তানিদের ভালোবাসে তাদের বলছি, বাংলাদেশ আর পাকিস্তান হবে না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। ধর্মের নাম ব্যবহার করে কাজ হবে না।  

মন্ত্রী নলুয়া হাওরের পোল্ডার-১ এর আওতাধীন বেড়িবাঁধের ৭, ও ৮ নম্বর প্রকল্পের উদ্বোধন করেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও তথ্যসেবা কেন্দ্রে কর্তকর্তা লুফিয়া জান্নাতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল নবী, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

পরে তিনি জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শতকোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতাধীন হত দরিদ্র সাতশ পরিবারের মধ্যে গভীর নলকূপের টোকেন ও তিনশত পরিবারের মধ্যে সিনেটারি ল্যান্ট্রিন বিতরণ করেন। এছাড়াও তিনি জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ চিত্রশিল্পী প্রয়াত প্রণব বণিকের প্রয়াণে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, এবার জগন্নাথপুরে ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (সিআইসি) গঠনের মাধ্যমে ৪২.৩১০ কিলোমিটার কাজ হবে। এতে বরাদ্দ পাওয়া গেছে তিন কোটি টাকা।

জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হাসান গাজী জানান, প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে বৃহস্পতিবার দু'টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। পর্যাক্রমে সব প্রকল্পের কাজ শুরু হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।