ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে সেরা প্রতিবেদক বাংলানিউজের বদরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
হবিগঞ্জে সেরা প্রতিবেদক বাংলানিউজের বদরুল

হবিগঞ্জ: হবিগঞ্জে ২০১৯ সালের সেরা অনলাইন প্রতিবেদক নির্বাচিত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলম। ‘তিউনিসিয়ায় ভয়াল রাতের গল্প শোনালেন হবিগঞ্জের মামুন’ প্রতিবেদনের জন্য তিনি সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হন। প্রতিবেদনটি গত ১৯ জুন বাংলানিউজে প্রকাশিত হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব আয়োজিত সেরা প্রতিবেদক-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার দেন প্রধান অতিথি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। এ সময় বিজয়ীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কারের নগদ অর্থ তুলে দেন তিনি।

এসময় প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেরা প্রতিবেদক বাছাই কমিটির আহ্বায়ক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোহাম্মদ শাবান মিয়া, শোয়েব চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে টেলিভিশন, জাতীয় দৈনিক সংবাদপত্র, অনলাইন এবং স্থানীয় দৈনিক সংবাদপত্র চার ক্যাটাগরিতে মোট ১৪ সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়।

অনলাইনে প্রথম হন বাংলানিউজের বদরুল আলম, দ্বিতীয় হন বাংলা ট্রিবিউনের মোহাম্মদ নূর উদ্দিন। টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হন যমুনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, দ্বিতীয় হন চ্যানেল ২৪ এর রাসেল চৌধুরী, তৃতীয় হন যৌথভাবে ৭১ টেলিভিশনের শাকিল চৌধুরী ও জয়যাত্রা টিভির সনি চৌধুরী, বিশেষ পুরস্কার পান এসএ টিভির আব্দুর রউফ সেলিম। জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রথম হন আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. মামুন চৌধুরী, দ্বিতীয় হন কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আলমগীর মিয়া, তৃতীয় হন যৌথভাবে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান এবং দৈনিক মানবজমিনের রাশেদ খান।

স্থানীয় দৈনিক সংবাদপত্রে প্রথম হন দৈনিক প্রভাকরের শোয়েব চৌধুরী, দ্বিতীয় হন দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার নিতেশ দেব ও তৃতীয় হন মুখ পত্রিকার এস এম সুরুজ আলী।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।