ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে গাঁজাসহ দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
বরিশালে গাঁজাসহ দুই যুবক আটক

বরিশাল: বরিশাল নগরের রসুলপুর কলোনিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরণ মন্ডল এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে নগরের রসুলপুর কলোনিতে অভিযান চালায়।

অভিযানে কলোনি এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার এবং মো. দুলাল গাজীর ছেলে সাদ্দাম গাজীকে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।