ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
ধর্ষণচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রবাসীর স্ত্রীকে (২২) ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম সাগর (২৭) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এ দণ্ড দেন।  

শহিদুল ইসলাম সাগর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার তারাবুনিয়া গ্রামের আজাহার আলী সরর্দারের ছেলে।

মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, উপজেলার ভগিরথপুর বাজারে শুক্রবার বিকেলে ওই প্রবাসীর স্ত্রীকে তার ভাইয়ের বাসায় একা পেয়ে বখাটে শহিদুল ধর্ষণ চেষ্টায়  শ্লীলতাহানি করে। এ সময় ওই প্রবাসীর স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শহিদুলকে আটক করে থানায় সোপর্দ করেন।  
এ ঘটনায় রাতে উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই বখাটেকে ৬ মাসের  কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।