শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার কুর্শা গ্রামের পশ্চিমপাড়া পল্লীকানন বিদ্যা নিকেতনের পাশে আম গাছের নীচ থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে জানান, প্রভাব বিস্তারের জন্য দুর্বৃত্তদের অস্ত্র ও গোলাবারুদ মজুদ করার খবর পেয়ে রাতে ওই এলাকায় যায় র্যাবের একটি দল।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের আটক করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত পাইপগানটি নিকলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
আরএ