ঢাকা, বুধবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জুন ২০২৪, ০৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
শৈলকুপায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

ঝিনাইদহ: ঝিনাইদহে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকায় ট্রাকের চাপায় প্রভাত শর্মা (২৮) নামে এক সেলুন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জসিম উদ্দিন (২৬) নামে আরও এক আরোহী।

শনিবার (২৮ডিসেম্বর)) সকালে উপজেলার গাড়াগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। প্রভাত শর্মা ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর গ্রামের তপন শর্মার ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, সকালে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর গ্রামের সেলুন ব্যবসায়ী প্রভাত শর্মা তার দোকানের কর্মচারী জসিম উদ্দিনকে সঙ্গে নিয়ে শৈলকুপার ধলহরাচন্দ্র গ্রামে যাচ্ছিলেন। পথে গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রভাত শর্মার মৃত্যু হয়। আহত হন জসিম উদ্দিন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি  করা হয়।  

খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।