ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সুবিধাবঞ্চিত শীতার্তের মধ্যে র‌্যাবের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
বগুড়ায় সুবিধাবঞ্চিত শীতার্তের মধ্যে র‌্যাবের কম্বল বিতরণ

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন পরিষদে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্তের মধ্যে দুইশ’র বেশি কম্বল বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. রওশন আলী এ কম্বল বিতরণ করেন।

বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী বাংলানিউজকে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

এর মাধ্যমে সাধারন জনগণের সঙ্গে সর্ম্পক উন্নয়নসহ তাদের কাছ থেকে আরও নাগরিক সহযোগিতা পাওয়া যাবে।

এ সময় মাদলা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য আজিজার রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
কেইউএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।