ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

অগ্নি সচেতনতা বৃদ্ধিতে নির্বাচন কমিশন ভবনে ফায়ার সার্ভিসের মহড়া

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
অগ্নি সচেতনতা বৃদ্ধিতে নির্বাচন কমিশন ভবনে ফায়ার সার্ভিসের মহড়া

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।  

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনারসহ সকল কর্মকর্তাদের উপস্থিতিতে অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপণে করণীয় ও প্রাথমিক চিকিৎসা-উদ্ধার বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার সহকারি পরিচালক জনাব মো. আনোয়ারুল হক। এরপর নির্বাচন কমিশন ভবনের সামনে অগ্নিনির্বাপণ বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়।

মহড়ায় নির্বাচন কমিশন ভবনে কৃত্রিম অগ্নিকাণ্ড পরিস্থিতি তৈরি করা হয়। ফায়ার সার্ভিসের বিশেষায়িত গাড়ি টার্ন টেবল লেডারের সাহায্যে আটকে পরা লোক উদ্ধার, অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা প্রদান কার্যক্রম প্রদর্শন করা হয়। এছাড়া ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিনির্বাপণ ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতিও প্রদর্শন করা হয়।
 
মহড়া শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ তার বক্তব্যে বলেন, এ মহড়া শুধু সচেতন করছে তা নয়, আমাদের আত্মবিশ্বাস বাড়াতেও সহযোগিতা করবে। তিনি এ প্রশিক্ষণ ও মহড়ায় লব্ধ অভিজ্ঞতা পরিবারের সদস্যদের সচেতনতা বাড়াবে বলে প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। এছাড়া নির্বাচন কমিশনারগণ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং নির্বাচন কমিশন ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।