ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে এলজিইডি’র উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
গোপালগঞ্জে এলজিইডি’র উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে এলজিইডি ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। 

শনিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।  

আহমদ কায়কাউস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় পাকা রাস্তা, এইচবিবি রাস্তা, মাটির রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ কাজ চলমান রয়েছে।

এসব কাজ দ্রুত শেষ করতে হবে।  

এদিন বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে স্থানীয় সমস্যা থাকলে সেগুলো দ্রুত সমাধান করে যথাসময়ে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন আহমদ কায়কাউস।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিব-১ তোফাজ্জল হোসেন মিয়া, এলজিইডির প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য, অতিরিক্ত সচিব ড. কাদির আকবর উল হক, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আক্তার হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবু বকর সিদ্দিক, প্রকল্প পরিচালক দীপক অধিকারী, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার প্রমুখ।  
    
বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘণ্টা, জানুযারি ০৫, ২০২০
এমএএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।