ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ের তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
পঞ্চগড়ের তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পরে আবারও বেড়েছে শীতের তীব্রতা। গত তিনদিন ধরে তাপমাত্রা বাড়লেও রোববার (৫ জানুয়ারি) ভোর থেকে তা কমছে।

তাপমাত্রা কমে এদিন সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এতে করে গত কয়েকদিনের তুলনায় শৈত্যপ্রবাহের দাপট অনেকটাই বেড়ে গেছে।

কুয়াশা ও হিমেল বাতাসের কারণে সকাল থেকেই সূর্যের দেখা নেই। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতের দাপট।

দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে যানবাহন। এদিকে শীতের তীব্রতা থেকে রেহায় পেতে এবং শীত নিবারণের চেষ্টায় রাস্তার পাশে, বিভিন্ন দোকানের সামনে  আগুন পোতে দেখা গেছে অনেককেই। তাপমাত্রা উঠা-নামা করায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, রোববার ভোর ৬টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা কয়েক ঘণ্টার ব্যবধানে কমে সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।