ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সওজ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
খাগড়াছড়িতে সওজ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সড়ক ও জনপথের (সওজ) কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে ছয়শ’র বেশি দুস্থ শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকালে জেলা সদরের দূর্গম দুল্যাতলী এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, মৌলিক অধিকারের মধ্যে অন্যতম বস্ত্র। আর শীত মৌসুমে সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে সড়ক ও জনপথ বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের বেতনের একটি অংশ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।