ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত

পাবনা: পাবনায় নানা আয়োজনে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (০৫ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় পাবনা শহরের বৈকন্ঠপুরের স্মৃতিবিজরিত আবাসস্থল এ্যাস্ট্রাস বাংলো বাড়িতে বিশেষ প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।  

সভার শুরুতে প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

দয়া কর আমার উপর, ওহে যীশু দয়াবান; তুমি নরের নিস্তারকর্তা, তুমি সর্বশক্তিমান; ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে প্রার্থনা সভা শুরু হয়।

বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের কোষাধক্ষ শ্যামুয়েল আশিষ বিশ্বাসের পরিচালনায় পরিবারের পক্ষে স্মৃতিচারণ করেন প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী। পবিত্র বাইবেল পাঠ ও আলোচনা করেন প্রণব দাস। বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের পক্ষে স্মৃতিচারণ করেন ফেলোশিপের সাধারণ সম্পাদক রেভাঃ লিয়র পি সরকার। সবার উদ্দেশে প্রার্থনা করেন বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের সভাপতি কাজল সেন গুপ্ত।

ঘরোয়া প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর বড় ছেলে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, মেয়ে স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, মেজো ছেলে স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ছোট ছেলে স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ স্বজনেরা।  

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ স্মরণসভায় উপস্থিত ছিলেন।

এছাড়াও পাবনা প্রেসক্লাবের উদ্যোগে সন্ধ্যায় স্মরণসভার আয়োজন করা হয়। স্যামসন এইচ চৌধুরী ২০১২ সালের ৫ জানুয়ারি পরলোক গমন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।