ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেক এলাকায় নবজাতকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
ঢামেক এলাকায় নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং ক্যান্টিংয়ের পেছন থেকে এক নবজাতকের (একদিন বয়সী) মরদের উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকালে খবর পেয়ে হাসপাতালের ক্যান্টিংয়ের পেছন থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করি। এসময় তার শরীরে কিছু ছিল না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য ওই নবজাতকের মরদেহ মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।