ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বামনায় দায়ের কোপে স্ত্রী নিহত, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
বামনায় দায়ের কোপে স্ত্রী নিহত, স্বামী আটক

বরগুনা: বামনায় স্বামীর দায়ের কোপে জাকিয়া নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বরগুনা জেলার বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

স্ত্রী জাকিয়া আক্তার বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের মো. হারুন জোমাদ্দারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর পূর্বে পার্শ্ববর্তী গুদিঘাটা গ্রামের রতন হাওলাদারের ছেলে আবু সালের সাথে জাকিয়ার বিবাহ হয়। সেই থেকে জাকিয়া বাবার বাড়িতে থেকে লেখাপড়া করতেন। তবে কেন হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এ ব্যপারে গ্রামের কেউ কিছু বলতে পারছে না।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আবু সালেকে গ্রেফতার করেছি। হত্যার কারণ জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।