ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
সরাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ ভ্যান ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উবায়দুল হক লিটন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহবাজপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে একটি মিনিট্রাক ঢাকার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে শাহবাজপুর এলাকায় গাড়িটি অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির চারজন গুরুতর আহত হন। পরে তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।