ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘ছাত্রী নয়, ধর্ষণের শিকার হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
‘ছাত্রী নয়, ধর্ষণের শিকার হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা’

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী নয়, মুক্তিযুদ্ধের চেতনা ধর্ষণের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেছেন, ধর্ষণ হয়েছে দেশের জনগণ। আর কতকাল ধৈর্য ধরে থাকবেন।

বাঁচতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া উপায় নেই। এ থেকে যদি মুক্তি না পান তাহলে দেশ মাফিয়াদের নিয়ন্ত্রণে চলবে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র উদ্ধার আন্দোলনের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ঢাবি ছাত্রী ধর্ষণের অভিযোগে একজন মজনু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সেই মজনু মিয়া যেন জজ মিয়া কাহিনীর মতো না হয়। যদি জজ মিয়া কাহিনীর মতো হয়, তাহলে দেশে যে ধর্ষণ বাড়ছে, তার সমাধান হবে না।

তিনি বলেন, এই ধর্ষণের বিরুদ্ধে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ সভা করেছেন। এটা নিঃসন্দেহে ভালো। তবে আপনার বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রীরা বলাৎকার হয়, আবরারের মতো মেধাবী ছাত্রকে পিটিয়ে মেরে ফেলা হয়। এটাও তো বড় ধরনের অপরাধ। মূলকথা হলো প্রতিটি ক্ষেত্রেই আমাদের মা-বোনেরা ধর্ষণের শিকার হয়।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ধর্ষণ তো হয়েছে বাংলাদেশের জনগণ। গতবছর নির্বাচনের পরে একজন মা ধর্ষণের শিকার হয়েছিলেন। এখনও নির্বাচনের আমেজ চলছে। কীভাবে বলবো এই নির্বাচনের পরে ধর্ষণ হবে না। এসব থেকে বাঁচতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণতন্ত্র উদ্ধার আন্দোলনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমএমআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।