ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাংশায় অস্ত্র-মাদকসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
পাংশায় অস্ত্র-মাদকসহ আটক ৩

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৮ ফরিদপুর  ক্যাম্প স্কোয়াড অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার।  

আটকরা হলেন- পাংশার কেওয়া গ্রামের সিরাজ মণ্ডলের ছেলে বাচ্চু মণ্ডল (৪২), লক্ষ্মীপুর গ্রামের আফসার শেখের ছেলে আক্তার শেখ (৪০), কুষ্টিয়ার একতারপুর গ্রামের গোকুল মণ্ডলের ছেলে শামীম রেজা (২৮)।

পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে পাংশা থানাধীন কুটি মালিয়াট গ্রাম থেকে ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় তিনটি দেশীয় অস্ত্র, ১৫ পিস ইয়াবা, তিন বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজা।

আটকদের নামে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।