ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘জনশুমারিতে নিখুঁত তথ্যের বিষয়ে কোনো আপস নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
‘জনশুমারিতে নিখুঁত তথ্যের বিষয়ে কোনো আপস নয়’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: বাংলানিউজ

ঢাকা: ২০২১ সালের ২ থেকে ৮ জানুয়ারি সারাদেশে পরিচালিত হবে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। ‘জনশুমারিতে নিখুঁত তথ্যের বিষয়ে কোনো আপস নয়’ মন্তব্য করে পূর্বের চেয়ে আরও নিখুঁত তথ্য জাতির সামনে তুলে ধরার নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও এ পরিসংখ্যান ভবনের সম্মেলন কক্ষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে পরবর্তী জনশুমারি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য একটি প্রারম্ভিক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিবিএসকে সব সময় সঠিক তথ্য বের করতে হবে। আমাদের সামগ্রিক উন্নয়নে নির্ভুল তথ্যের কোনো বিকল্প নেই। আমরা বড় বড় উদ্যোগ হাতে নিয়েছি। এসব উদ্যোগ বাস্তবায়নে আমাদের সঠিক তথ্য সবার আগে দরকার। এ কাজে সরকারের পক্ষ থেকে বিবিএস সব ধরনের সহযোগিতা পাবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

দেশের আর্থিক সক্ষমতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা এখন নিজের টাকায়ই বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, কারো কাছে হাত পাতছি না।  দেশের অনেক উন্নয়ন হয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সক্ষমতা বেড়েছে, সামনে আরো বাড়বে। আমাদের কাজ আমাদের করতে হবে।

তিনি বলেন, সরকারের বিধিবিধান পালন করতে হবে অক্ষরে অক্ষরে। সব নিয়ম-নীতি মেনেই কাজ করবো। আমাদের জনগণকে কাজে সন্তুষ্ট করবো। জনগণ আমাদের প্রভু, জনগণের জন্য কাজ করতে হবে। বিশ্বের কিছু মানুষ আমাদের দুর্নীতি নিয়ে কথা বলে, আমাদের সবাইকে সাবধান হতে হবে। সবকিছুই পদে পদে পালন করতে হবে। আমাদের এখন বসে থাকার সময় নেই।

প্রকল্প বাস্তবায়নে খরচ কম করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে খরচ কম করতে হবে। আমাদের আরও মিতব্যয়ী হতে হবে। যেখানে এক হলে হয়, সেখানে দুই টাকা নয়। সময়-সম্পদের যথাযথ ব্যয় করতে হবে। আমি আপনার সঙ্গে সব সময় থাকবো।

২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, এ বছর জাতির জন্য আনন্দের বছর। নানা কাজের মাধ্যমে আমরা মুজিববর্ষ পালন করছি। আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর জন্য। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, স্বাধীনতা। এ বছর কাজের মান আরও ভালো করতে হবে জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শনের জন্য।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, ইউএনএফপির বাংলাদেশ প্রতিনিধি ড. আশা টরকেলশন। স্বাগত বক্তব্য রাখেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. জাহিদুল হক সরদার।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমআইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।