ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় দুই বেকারিকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
আশুলিয়ায় দুই বেকারিকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

আশুলিয়া (ঢাকা): অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল ও নিম্নমানের খাদ্য তৈরির অভিযোগে সাভারের আশুলিয়ায় দুই বেকারিকে ছয় লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যবা)  ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

র‌্যাব জানায়, আশুলিয়ার ইউনিক ও উত্তর গাজিরচট এলাকার দুইটি বেকারিতে অভিযান চালানো হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে ভরসা বেকারিকে দেড় লাখ টাকা ও উত্তর গাজিরচট এলকায় আল-আমিন বেকারিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং বেকারি দুইটি থেকে জব্দ করা হয় প্রায় দুই লাখ টাকার খাবার অনুপযোগী খাদ্যদ্রব্য।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।