ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ইউনুস আলী সরকার ছিলেন জনদরদি চিকিৎসক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ইউনুস আলী সরকার ছিলেন জনদরদি চিকিৎসক

জাতীয় সংসদ ভবন থেকে: সদ্য প্রয়াত গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকারের প্রতি স্মৃতিচারণ করে জাতীয় সংসদ সদসরা বলেছেন, তার মৃত্যুতে দেশ একজন সমাজসেবক এবং জনদরদি চিকিৎসককে হারালো।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে সদ্য প্রয়াত মো. ইউনুস আলী সরকারের শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তারা। পাশাপাশি সংসদ সদস্যরা সদ্য প্রয়াত সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পির স্মৃতি প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলের নেতা রওশন এরশাদ বলেন, তিনি একজন চিকিৎসক ছিলেন। পাশাপাশি সমাজ সেবকও ছিলেন। আমাদের দেশে অনেক চিকিৎসক আছেন, কিন্তু দুস্থদের বিনা টাকায় চিকিৎসা করাতেন। আমরা একজন ভালো মানুষকে হারিয়েছি। তার মতো ভালো মানুষের আমাদের প্রয়োজন ছিলো।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ইউনুস আলী সরকারের রাজনৈতিক জীবন সহজ ছিলো না। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করার কারণে তার অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত রাজনীতিককে হারালো, এলাকার মানুষ একজন দরদিকে হারালো।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, তার চেতনায় ছিলো জাতির জনক বঙ্গবন্ধুর রাজনীতি। স্বাধীনতার চেতনার রাজনীতি। পরিবারকেও তিনি সেই শিক্ষা দিয়ে গেছেন। তিনি একজন সমাজসেবক ছিলেন। তার অকাল মুত্যুতে দেশ একজন সমাজসেবককে হারালো।

আলোচনায় আরও অংশ নেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, হাবিব-এ মিল্লাত, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, খালেদা খানম, সুলতান মুহাম্মদ মনসুর আহমদ ও বিরোধীদলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।