ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নিয়োগের আগে অনিয়ম: রাতেও অবরুদ্ধ সিকৃবি ভিসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
নিয়োগের আগে অনিয়ম: রাতেও অবরুদ্ধ সিকৃবি ভিসি

সিলেট: নিয়োগ পরীক্ষার আগে অনিয়মের অভিযোগসহ বিভিন্ন দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ছাত্রলীগ ও কর্মচারী পরিষদ। শেষ খবর অনুযায়ী, রাত সোয়া ৯টার দিকেও অবরুদ্ধ রয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি)।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে এ ঘটনার সূত্রপাত হয়। রাত ৯টার দিকেও ভিসিসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।

সিকৃবি’র কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নুরে আলম বাংলানিউজকে বলেন, আমরা দাবি-দাওয়া জানিয়েছি। আমাদের ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে অবরোধ করেছি। তাছাড়া সিকৃবির ইতিহাসে এই প্রথম লিখিত পরীক্ষার আয়োজন করাটিও প্রশ্নবিদ্ধ!

ক্যাম্পাস সূত্র জানায়, অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় ইন্টারনাল নিয়োগের অভিযোগ তুলেছেন কর্মচারীরা। এ অভিযোগে তারা প্রশাসনিক ভবনে তালা দিয়ে ভিসিসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন।

এ বিষয়ে কর্মচারী পরিষদের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ আট বছর ধরে তারা হাউস লোন, কোয়াটার সমস্যাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সর্বোপরি নিয়োগ পরীক্ষায় অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও, মোবাইলে ম্যাসেজ দেওয়া হলেও কার্ড ইস্যু করা হয়নি। এ অবস্থায় নিয়োগ প্রক্রিয়া নিয়েও তারা সন্দিহান। তাই আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। পাঁচ দফা দাবি দেওয়া হয়েছে। এসব দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ছাত্রলীগের তরফ থেকে বলা হয়েছে, কর্মচারীরা বঞ্চিত, নির্যাতিত, শোষিত। ১৯৪৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে কর্মচারীদের পাশে দাঁড়িয়েছিলেন, সিকৃবি ছাত্রলীগ ঠিক সেইভাবে কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতির চাকরি মৌখিকে হলেও সিন্ডিকেটে গিয়ে বাতিল হয়। এছাড়া ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এদিন থেকে মুজিববর্ষ পালন হবে। কিন্তু মুজিববর্ষ পালন বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেনো অন্য অনুষ্ঠানগুলো করতে হবে? এছাড়া বিভিন্ন সময় প্রক্টর অ্যাডভাইজারের কাছে দাবি নিয়ে গেলেও এগুলো উপেক্ষা করা হয়েছে। এই বিষয়ে ভিসিকে জবাব দিতে হবে।

সিকৃবির রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব বাংলানিউজকে বলেন, আমরা একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দিকে যাচ্ছি। এরপরও বিশ্ববিদ্যালয় কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। তারা প্রশাসনিক ভবন ঘিরে রেখেছেন। আমরা বিষয়টি সমাধানের চেষ্টায় আছি।

তিনি এও বলেন, যারা নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ম্যাসেজ পেয়েছেন, প্রবেশপত্র না পেলেও তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আরও পড়ুন>>>পরীক্ষায় অনিয়ম: সিকৃবির প্রশাসনিক ভবনে তালা, ভিসি অবরুদ্ধ

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।