ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
মহেশপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য স্বপন হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ছোট ভাই মিল্টন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।

তিনি জানান,  এ ঘটনার খবর পেয়ে পুলিশ  ইউপি সদস্য স্বপন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, এ বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। তবে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।