ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে জালটাকা তৈরির কারখানার সন্ধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ধানমন্ডিতে জালটাকা তৈরির কারখানার সন্ধান

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় জালটাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে ধানমন্ডি ৭/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র‌্যাব।

শেষ খবর পাওয়া পর্যন্ত, কারখানা থেকে বিভিন্ন সামগ্রীসহ বিপুল পরিমাণ জালটাকা উদ্ধার করা হয়েছে।

কারখানার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, জালটাকা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
পিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।