ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিয়াম নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১০ জানুয়ারি)  তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের বশিরগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিয়াম আড়াইহাজার উপজেলার ফাউসা গ্রামের সাইদুল হকের ছেলে।  তিনি সোনারগাঁয়ের বশিরগাঁও গ্রামে নানার বাড়িতে থাকতেন।

এ ঘটনায় বুধবার (৮ জানুয়ারি) রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।  

জানা যায়, সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামের বাসিন্দা ও মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সিয়াম নামে এক বখাটে যুবক ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে জঙ্গলে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে জোর করে ধর্ষণ করেন। পরে সিয়াম ওই স্কুলছাত্রীকে বিষয়টি কাউকে না বলতে হুমকিও দেন।  

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আহসানউল্লাহ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণের অভিযোগে সিয়ামকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলেও জানান ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।