ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

১২৯ কর্মীকে সম্মাননা দিলো কালের কণ্ঠ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
১২৯ কর্মীকে সম্মাননা দিলো কালের কণ্ঠ

ঢাকা: ২০১০ সালের ১০ জানুয়ারি অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর দীর্ঘ দশ বছর অতিক্রম করে একাদশ বর্ষে পদার্পণ করেছে দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠ। আর এই দীর্ঘ পথচলায় শুরু থেকে এখন পর্যন্ত সঙ্গে আছেন এমন ১২৯ জন কর্মীকে সম্মাননা দিয়েছে দৈনিকটি। দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ এবং বৃহত্তম মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর কর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দৈনিক কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।

‘একসঙ্গে এক দশক’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর।

আরও উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, রেডিও ক্যাপিটাল ও টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এর সম্পাদক জুয়েল মাজহার, দৈনিক কালের কণ্ঠ ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা।  

আরো পড়ুন>> কালের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৫ গুণীজনকে সংবর্ধনা

সবার শুরুতেই ক্রেস্ট প্রদান করা হয় দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনকে। এরপর ক্রেস্ট নেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল। এরপর একে একে ক্রেস্ট নেন প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘ ১০ বছর ধরে কাজ করে আসা কর্মীরা। রিপোর্টিং, নিউজ এডিটিং, গ্রাফিকস, অ্যাডমিন, মার্কেটিং এবং সার্কুলেশনসহ বিভিন্ন বিভাগে ও পদে কর্মরত কর্মীরা ছিলেন ক্রেস্ট গ্রহণকারীর তালিকায়।

এসময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় বসুন্ধরা গ্রুপ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান বলেন, কালের কণ্ঠকে এত পথ আনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আরও ভাল করবেন। সবাই দোয়া করবেন।

আর পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল বলেন, বসুন্ধরা গ্রুপ কর্মীদের জন্য সবথেকে নিরাপদ কর্মস্থল। আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন যে, আমাদের প্রতিটি কর্মীকে প্রতিষ্ঠান ‘ওন’ করে। তাই সবাই মিলে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কাজ করি আমরা।

এর আগে দিনের শুরুতে প্রথম আয়োজনে দেশের ২৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে। একইসঙ্গে দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৬৪ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।   

নানা অনুষ্ঠানিকতা শেষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন ফাহমিদা নবী, ফেরদৌস আরা, আঁখি আলমগীর এবং কর্নিয়া। এরপরেই সমাপ্তি ঘোষণা করা হয় প্রতিবার্ষিকীর অনুষ্ঠানের।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এসএইচএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।