ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

সিলেটে দুই মঞ্চে ক্ষণগণনা শুরু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
সিলেটে দুই মঞ্চে ক্ষণগণনা শুরু  সিলেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন। ছবি: বাংলানিউজ

সিলেট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে সারাদেশের মতো সিলেটেও শুরু হয়েছে ক্ষণগণনা।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় সিলেট নগরের প্রবেশদ্বার হুমায়ুন রশীদ চত্বর ও টিলাগড় পয়েন্টে ক্ষণগণনার উদ্বোধন করা হয়। নগরের দক্ষিণ সুরমায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এবং টিলাগড় পয়েন্টে জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক মঞ্চে ক্ষণগণনা শুরু হয়।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণগণনা উদ্বোধনের পর সিলেটে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ক্ষণগণনা উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, কাউন্সিলর রেজওয়ান আহমদ, তারেক উদ্দিন তাজ, এবিএম উজ্জল, মোস্তাক আহমদসহ অন্য কাউন্সিলররা। এতে আরও অংশ নেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, পুলিশ কমিশনার এসএম গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রণজিৎ সরকার, মাহফুজ রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

উভয় অনুষ্ঠানস্থলেই ক্ষণগণনা উদ্বোধনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন করা হয়।

এদিকে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বর্ণিল সাজে সেজেছে সিলেট। নগর ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়ক বিভাজকগুলো লাল-সবুজ বাতিতে সাজানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এনইউ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।