ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা জেলা আ’লীগের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা জেলা আ’লীগের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান নেতারা। পরে সবাই বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

 

এসময় খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক বাবুল রানাসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।