ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ছোট ভাইয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে দুই ভাইয়ের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
ছোট ভাইয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে দুই ভাইয়ের মৃত্যু .

ঢাকা: ছোট ভাইয়ের বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার পথে আপন বড় দুই ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানী  উত্তরার পূর্ব থানার সামনে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা দু’জন হলেন- জুয়েল (৪০) ও তার ছোট ভাই লিটন (৩৫)।

খবর পেয়ে বিকেলে পরিবারের সদস্যরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে নিহত দু’জনের মরদেহ শনাক্ত করেছেন।  

নিহত দু’জনের অপর ভাই সোহেল জানান, গাজীপুর থেকে তার দুই ভাই জুয়েল ও লিটন মোটরসাইকেলে করে বাড্ডার শাহাজাদপুর এলাকায় ছোট ভাই বাবুলের বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলেন। উত্তরা পূর্ব থানার সামনে পৌঁছালে বাসের ধাক্কায় তারা মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের মরদেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা।  

এর আগে,  দুপুর পৌনে ২টার দিকে উত্তরা পূর্ব থানার সামনে বাসের ধাক্কায় নিহত হন জুয়েল ও তার ছোট ভাই লিটন।

** উত্তরায় বাসের ধাক্কায় নিহত ২ 

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।