ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পূজার দিনে সিটি নির্বাচন, পেছাতে মানববন্ধন বরিশালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
পূজার দিনে সিটি নির্বাচন, পেছাতে মানববন্ধন বরিশালে

বরিশাল: ঢাকা সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের জেলা ও মহানগর শাখা।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- গণফোরামের জেলা কমিটি সভাপতি হিরণ কুমার দাস মিঠু।

জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ প্রমুখ।

সংগঠনের জেলা কমিটির সভাপতি শুভ সাহার সভাপতিত্বে বক্তারা বলেন, পূজা পেছানোর সুযোগ নেই। আর শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা আর ভোট একত্রে হতে পারে না। তাই সম্প্রীতির বাংলাদেশে সরস্বতী পূজার দিনে ভোটের তারিখ পরিবর্তন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।