ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হিজলায় ৫০ মণ জাটকাসহ ১১ মাছ ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
হিজলায় ৫০ মণ জাটকাসহ ১১ মাছ ব্যবসায়ী আটক

বরিশাল: বরিশালের হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকাসহ ১১ জন মাছ ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খোকন খাঁ, রিমাজ সরদার, মনির সরদার, রুবেল মাঝি, ফারুক সরদার, আলামিন পালোয়ান, শিমুল জমদ্দার, নকিব লাহোরী, জহির মাঝি, ইউনুস শেখ ও পারভেজ খান।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে মেঘনা নদীতে অভিযান চালানো হয়।

এসময় ৫০ মণ জাটকা ইলিশসহ ওই ১১ জন মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকরা সবাই জাটকা ব্যবসায়ী। তাদের বাড়ি ভোলা ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালীগঞ্জে। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।