ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাবান্ধা স্থলবন্দরে উপদেষ্টা কমিটির সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
বাংলাবান্ধা স্থলবন্দরে উপদেষ্টা কমিটির সভা উপদেষ্টা কমিটির উন্নয়ন পরিচালনা বিষয়ক সভা। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: বাংলাদেশের একমাত্র চর্তুদেশীয় বন্দর বাংলাবান্ধা স্থলবন্দরে উপদেষ্টা কমিটির উন্নয়ন পরিচালনা বিষয়ক দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব তপন কুমার চক্রবর্তী, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, স্থলবন্দরের মালামাল ওঠানামা কাজে নিয়োজিত শ্রমিক প্রতিনিধি এবং পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি হান্নান শেখ।  

এসময় বক্তারা বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘন্টা, জানুয়ারি ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।