ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মাদক বিক্রেতার ১৪ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
নারায়ণগঞ্জে মাদক বিক্রেতার ১৪ বছর কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মাদক মামলায় নাছির ভান্ডারী (৬৪) নামে এক মাদক বিক্রেতাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ ৭ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত নাছির ভান্ডারী নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর আল আমিন নগর মসজিদ এলাকার মৃত হাশেম আলীর ছেলে।

আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ জানান, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক তমিজউদ্দিন প্রধানের নেতৃত্বে ২০১৮ সালের ৫ মে দুপুরে নাছির ভাণ্ডরির বাসা থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ছিল প্রায় ১২ লাখ টাকা। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।