ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিপির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
সিপির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল (সিপি) আমানুল হকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। বৈঠকে তারা দু’দেশের সম্পর্কে জোর দেন।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান হাইকমিশন জানায়, বৈঠকে চিফ অব প্রটোকল ইমরান আহমেদ সিদ্দিকিকে উষ্ণ অভ্যর্থনা জানান।

তিনি অফিসিয়াল দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা দু’দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের নতুন হাইকমিশনার কয়েকদিনের মধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।