ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ছিন্নমূল শিশুদের নিয়ে পিঠা উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
খুলনায় ছিন্নমূল শিশুদের নিয়ে পিঠা উৎসব পিঠা উৎসবে আয়োজক ও ছিন্নমূল শিশুরা। ছবি: বাংলানিউজ

খুলনা: শীতের শুরু থেকেই খুলনা মহানগরীতে পিঠা উৎসব করছে বিভিন্ন সংগঠন। কিন্তু এবার অসহায় দরিদ্র ছিন্নমূল শিশুদের জন্য আয়োজন করা হলো পিঠা উৎসবের।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে মহানগরীর শিববাড়ী মোড়ের ১০ তলা ভবনের পেছনের বস্তিতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবের আয়োজন করে খুলনা ব্লাড ব্যাংক এবং খুলনা ফুড ব্যাংক।

পিঠা উৎসব উপস্থিত ছিলেন খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সবুজ, ক্লাসিক গার্লসের অ্যাডমিন ফাতেমাতুস জোহরা লিন্ডা, খুলনা ব্লাড ব্যাংকের অ্যাডমিন অনিক, আসাদ, সুরভি লাইজু, তুহিন হোসেন, কমলেস, রকি, আশরাফ, গাজী আশরাফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
পিঠা উৎসবে আয়োজক ও ছিন্নমূল শিশুরা।                                          ছবি: বাংলানিউজ খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সবুজ বাংলানিউজকে বলেন, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের ছিন্নমূল শিশুদের জন্য পিঠা উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে এসব শিশুদের বাংলার ঐহিত্যবাহী পিঠাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ও এসব পিঠার স্বাদ দেওয়া। এসব শিশুদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি তারা এ বছর কোনো পিঠা খায়নি। আমরা প্রায় দুই হাজার পিঠা দুই শতর অধিক শিশুদের মধ্যে বিতরণ করেছি।

ফুড ব্যাংকের সদস্য তুহিন হোসেন বাংলানিউজকে বলেন, এবছর প্রথম বারের মতো পথ শিশুদের সঙ্গে পিঠা উৎসব আয়োজন করা হলো। পথশিশুরা ঠিকমতো তিনবেলা খাবার জোটাতে পারে না। তাদের কাছে পিঠা খাওয়া তো স্বপ্নের মতো। ছিন্নমূল শিশুদের মুখে শীতের পিঠা তুলে দিতে পেরে আমরা ভীষণ খুশি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।