ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীবরদীতে ইটভাটাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
শ্রীবরদীতে ইটভাটাকে জরিমানা

শেরপুর: নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের দায়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার দক্ষিণ ষাইট কাকড়া এলাকার ‘মের্সাস রাজু জিগজ্যাগ ব্রিকস’ নামে একটি ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান এ জরিমানা আদায় করেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ (সংশোধন-২০১৯) এর ৮ (৩) ধারা লংঘনের অপরাধে ১৮ (২) ধারা অনুযায়ী মের্সাস রাজু জিগজ্যাগ ব্রিকসের মালিককে জরিমানা করা হয় এবং অনাদায়ে ৬৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিলে মালিক পক্ষ জরিমানার অর্থ তাৎক্ষণিক জমা দেন।

এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।