ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাখাইনে শান্তি স্থাপনে মিয়ানমারের প্রতি চীনের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
রাখাইনে শান্তি স্থাপনে মিয়ানমারের প্রতি চীনের আহ্বান

ঢাকা: রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা স্থাপনে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এরই পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে চুক্তি বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে মিয়ানমার। দুই দেশের এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

গত ১৭-১৮ জানুয়ারি মিয়ানমার সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। সফর শেষে দেওয়া ওই যৌথ বিবৃতিতে রাখাইনের রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিয়েছে চীন।

রোববার ( ১৯ জানুয়ারি) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, মিয়ানমার সফরকালে প্রেসিডেন্ট শি জিন পিং রাখাইন সংকট সমাধানে জোর দিয়েছেন। যৌথ বিবৃতিতে রাখাইন সংকট সমধানে মিয়ানমারকে তাগিদ দিয়েছে চীন। এ সংকট সমাধানে চীনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও পুনব্যর্ক্ত করা হয়েছে।  

রাখাইন সংকটের জটিলতা বোঝার জন্য মিয়ানমার চীনকে ধন্যবাদ জানিয়েছে বলেও জানান হুয়ালং ইয়ান।  

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
টিআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।