ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিশু আয়াতকে বাঁচাতে এগিয়ে আসুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
শিশু আয়াতকে বাঁচাতে এগিয়ে আসুন আয়াত

ঢাকা: হৃৎপিণ্ডে এক বড় জটিলতা নিয়ে জন্ম হয় শিশু আয়াতের। তার বয়স ১০ মাস। জন্মের ১৫ দিনের মাথায় তার হৃৎপিণ্ডে সমস্যার কথা জানাতে পারে পরিবার। শ্বাসকষ্ট ও অন্যান্য আরও কিছু জটিলতা নিয়ে শিশুটিকে ভর্তি করা হয় বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে।

চিকিৎসক জানান, শিশুটির হৃৎপিণ্ডে রয়েছে একটি ছিদ্র আর সে কারণেই এসব জটিলতা। এরপর নয় মাস যাবত চলতে থাকে তার চিকিৎসা।

সম্প্রতি শিশুটির সমস্যা আরও বেড়ে গেলে দরিদ্র দম্পতি বরিশালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে ঢাকায় নিয়ে আসেন। এরপর একজন হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন আয়াতের পরিবার।
 
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুজ্জামান বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা শেষে ব্যবস্থাপত্রে লেখেন, হার্টে বড় ছিদ্র, অপারেশন লাগবে, ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ, দেরি করা যাবে না।  

অপারেশন করতে গেলে খরচের ব্যাপার তো রয়েছে। কত টাকা লাগবে? দরিদ্র রিকশাচালক আলাউদ্দিন হোসেন ও তার স্ত্রী খাদিজা জানতে পারেন, তাদের সন্তানকে সুস্থ করতে প্রয়োজন প্রায় তিন লাখ টাকা। এরপর দরিদ্র দম্পতি  দিশেহারা হয়ে পড়েন। কোথায় পাওয়া যাবে টাকা, কে দেবে?

আয়াত এর মা খাদিজা সমাজের বিত্তবান, দাতা ও সামর্থ্যবানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সবার অংশগ্রহণ আর সামান্য দান একত্রিত করে হয়তো আমার সন্তানের চিকিৎসা করা সম্ভব হবে। তিনি তার সন্তানের চিকিৎসার জন্য সবার কাছে সাহায্য প্রত্যাশা করেন।  

আগ্রহীদের আয়াত এর চিকিৎসা সংশ্লিষ্ট খোঁজখবর ও সহযোগিতার জন্য ০১৭১৪২২২৯০৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।