ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে চুরির অপবাদে কিশোরকে নির্যাতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
লক্ষ্মীপুরে চুরির অপবাদে কিশোরকে নির্যাতন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চুরির অপবাদে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নিরব হোসেন (১৬) নামে এক কিশোরকে নির্যাতন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ওই কিশোরের নানী আলেয়া বেগম সদর থানায় এ বিষয়ে অভিযোগ করেন।

আহত কিশোরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঝাড়ু ও জুতা গলায় পরিয়ে কিশোরকে এলাকায় ঘুরানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের জালালিয়া মাদ্রাসার কাছে টাকা চুরির অপবাদ দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় কিশোর নিরবকে। এসময় তার গলায় ঝাড়ু ও জুতার মালা পরিয়ে ছবি তোলা হয়।  

নির্যাতিত নিরব হোসেন ওই এলাকার মৃত কিরন হোসেনের ছেলে।

নিরব হোসেন বলেন, ছয় মাস ধরে তিনি স্থানীয় রাশেদের চামড়ার দোকানে কাজ করতেন। মাসিক বেতন না দেওয়ায় মালিকের অজান্তে নিজের পাওনা টাকা নিয়ে নেন বলে দাবি করেন তিনি।

এদিকে মালিক রাশেদ বলেন, চুরি করে তার মুলধন আত্মসাৎ করায় তাকে শাস্তি হিসেবে ঝাড়ু ও জুতার মালা পরানো হয়। পরে শালিসী বৈঠকে স্থানীয় কাউন্সিলর ও উপস্থিত লোকজন তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, নির্যাতনের অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত  চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।