ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ধামরাই (সাভার): ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় আজিজুল হক (৬০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন অপর আরোহী।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের জলসা বউ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজিজুল হক ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জলসা এলাকার বাসিন্দা।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বাংলানিউজকে বলেন, বিকেলে মোটরসাইকেলে করে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের জলসা এলাকা থেকে কাওয়ালীপাড়া যাচ্ছিলেন আজিজুল হক। পথে সাটুরিয়াগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে আজিজুল হক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে  পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।