ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে উদ্ভাবনী মেলা ও শোকেসিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
বাগেরহাটে উদ্ভাবনী মেলা ও শোকেসিং ছবি: উদ্ভাবনী মেলা ও শোকেসিং অনুষ্ঠানে অতিথিরা

বাগেরহাট: বাগেরহাটে ‘মুজিব বর্ষের দর্শন উদ্ভাবনে উন্নয়ন-উন্নয়নের অভিযাত্রায় সুরভিত বাগেরহাট’ শীর্ষক উদ্ভাবনী মেলা ও শোকেসিং ২০২০ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ জানুয়ারি) শহরের স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলা শেষ হয়।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক রঘুনাথ কর, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন প্রমুখ।

মেলায় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি ১৯টি স্টল অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠান তাদের সেবার নিয়মকানুন সম্বলিত লিফলেট, ব্যানার, ফেস্টুন ও ভিডিও চিত্র প্রদর্শন করে। এছাড়া কিছু প্রতিষ্ঠান সেবা দানে তাদের নতুন উদ্ভাবনের বিষয়ে দর্শকদের জানান।
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।