ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমিকের বোনের বাসায় প্রেমিকার আত্মহত্যা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
প্রেমিকের বোনের বাসায় প্রেমিকার আত্মহত্যা!

ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরা হাই স্কুল রোডের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে জয়নব (৩০) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন আরেক নারী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সারে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা নয়ন নামের এক নারী জানান, ২৬৭/২, ২৬৭/৩ নম্বর বাসার চতুর্থ তলায় থাকেন তিনি।

বেলা ৩টার দিকে তাদের বাসায় আসেন জয়নব নামের ওই মেয়ে। তার ভাই কমলের সঙ্গে এই মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে কমল বাসা থেকে চলে যায়। পরে মেয়েটি বাসার ভিতরে আরেকটি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর তিনি ও তার মা অনেকক্ষণ তাকে দরজা খোলার জন্য ডাকাতে থাকেন। এতেও দরজা না খুললে তিনি নিজে বাইরে থেকে মিস্ত্রি এনে দরজা ভাঙেন। এরপর ভিতরে ঢুকে তাকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরো জানান, কমল মাদকাসক্ত ছিলো। তার বউ ১ বছর আগে ডিভোর্স দিয়ে চলে গেছে। ২ বছরের একটি ছেলেও আছে তার।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি রামপুরা থানাকে অবগত করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এজেডএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।