ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় দুই লেন হচ্ছে ৯৪ কিলোমিটার সড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
ভোলায় দুই লেন হচ্ছে ৯৪ কিলোমিটার সড়ক

ভোলা: ভোলার সদর থেকে চরফ্যাশন বাবুরহাট পর্যন্ত ৯৪ কিলোমিটার সড়ক দুই লেনে (দ্বিগুণ চওড়া) উন্নীত করা হচ্ছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) একনেকের বৈঠকে এ সড়কের জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দুপুরে এমন খবরে জেলা সদরে পৌঁছালে উচ্ছ্বসিত হন ভোলাবাসী।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রকল্পের উদ্যোক্তা সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানিয়ে শহরে আনন্দ মিছিল করেন জেলা আওয়ামী লীগ নেতারাসহ বিভিন্ন পেশার মানুষ।

বর্তমানে ভোলার সদর থেকে চরফ্যাশন বাবুরহাট পর্যন্ত ১৮ ফুট চওড়া সড়ক রয়েছে, সেটি আরও বড় করা হবে।

সড়ক ও জনপথ বিভাগ প্রশস্ত করার কাজ করবে।

সড়ক বিভাগ সূত্র জানায়, স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নির্দেশে ১২ ফুট চওড়া টেকসই পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেন ওই সময়ের বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ। পরবর্তী সময়ে ১৯৯৮ সালে সড়কটি ১৮ ফুটে উন্নীত হয়। এ সড়ক প্রশস্তকরণের পাশপাশি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ হলে এ জেলায় গড়ে উঠবে অর্থনৈতিক নেটওয়ার্ক। এমনটা মনে করেন দেশের শিল্প উদ্যোক্তারা।
 
ভোলার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য জেলার প্রধান সড়কটিকে আর্দশ লেনে পরিণত করা হচ্ছে। বরিশাল-ভোলা সড়কের পরাণগঞ্জ থেকে চরফ্যাশনের বাবুরহাট পর্যন্ত ৯৪ কিলোমিটার সড়ক এ প্রকল্পের আওতায় থাকছে। এদিকে মঙ্গলবার একনেকের বৈঠকে প্রকল্প বাস্তবায়নে ৮৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এমন খুশির খবরে বিভিন্ন পেশার প্রতিনিধিদের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়।
 
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জহরুল ইসলাম নকিব, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, পৌর প্যানেল মেয়র শাহে আলম, ভোলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির সম্পাদক প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।